মোঃ কাদিরুল মুকতাদির

মোঃ কাদিরুল মুকতাদির

অধ্যক্ষ

পিরোজপুরের শিক্ষা সচেতন অভিভাবকদের দীর্ঘ দিনের প্রত্যাশা, লালিত স্বপ্ন ছিল সময় উপযোগী একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান পিরোজপুর শহরে প্রতিষ্ঠিত হোক। সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে ২০১৯ সালের ১৪ জুন জেলা প্রশাসন পিরোজপুর এর সরাসরি তত্ত্বাবধান এবং মান্যবর জেলা প্রশাসক জনাব আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন মহোদয়ের সহযোগিতা এবং নির্দেশনায় পিরোজপুরের প্রাণকেন্দ্রে পুরাতন কালেক্টরেট ভবনে প্রতিষ্ঠিত হয় কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, পিরোজপুর। নৈতিক মূল্যবোধ ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, পিরোজপুর-এর পথ চলা শুরু হয়। তাই আমি মনে করি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হবে বিজ্ঞান মনস্ক ও অসাম্প্রদায়িক চেতনা সম্পন্ন, যারা ভবিষ্যতে একদিন আলোকিত মানুষ হিসেবে নিজেদেরকে জাতির যোগ্য সন্তান হিসেবে গড়ে তুলতে পারবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে আমাদের শিক্ষার্থীরা হবে আগামীর যোগ্য উত্তরসুরি। ’‘শিক্ষা কোনো পন্য নয়, শিক্ষা হলো অধিকার’’ এ চিরন্তন সত্যকে বুকে ধারণ করে আমরা কালেক্টরেট শিক্ষা পরিবারের প্রতিটি সদস্য দায়িত্ব পালনে দায়বদ্ধ। নৈতিক মূল্যবোধ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক দেশীয় সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে বর্তমান প্রজন্মকে হতাশা, বঞ্চনা, মাদক ও জঙ্গী তৎপরতার করাল গ্রাস থেকে মুক্ত করে একুশ শতকের যোগ্য মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, পিরোজপুর-এর সাথে সম্পৃক্ত সবাই আমাদের দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। যুগের চাহিদাকে সামনে রেখে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, পিরোজপুর তাদের নিজস্ব ওয়েব সাইট চালুকরণের মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশের যুগে প্রবেশ করল। আমাদের ওয়েবসাইটে একাডেমিক ও প্রশাসনিকসহ যাবতীয় তথ্য নিয়মিত পাওয়া যাবে। আশা করি এই অটোমেশন ব্যবহার করে একটি গতিশীল, স্বচ্ছ এবং দক্ষ শিক্ষা ব্যবস্থাপনা তথ্য ব্যবস্থার মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সেবা দিতে পারব।