আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন

আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন

জেলা প্রশাসক

আধুনিক যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। বাংলাদেশেও লেগেছে প্রযুক্তি নামের জাদুর কাঠির ছোঁয়া। যার নাম ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শুরুতেই শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করা প্রয়োজন। তাই পিরোজপুর জেলায় মানসম্মত ও আদর্শ শিক্ষা বিস্তারের জন্য নৈতিক মূল্যবোধ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্ম বিনির্মাণের প্রত্যয়কে ধারণ করে জেলা প্রশাসন, পিরোজপুর-এর সরাসরি উদ্যোগে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, পিরোজপুর প্রতিষ্ঠা করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানটি ডিজিটাল বাংলাদেশের আধুনিক যুগে প্রবেশের লক্ষ্যে তাদের নিজস্ব ওয়েবসাইট চালু করছে। এই ওয়েবসাইটে একাডেমিক সকল তথ্য যেমন- শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সংখ্যা, ভর্তি সংক্রান্ত তথ্য, পরীক্ষার ফলাফল, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কীত যাবতীয় তথ্য পাওয়া যাবে। আমি মনে করি ওয়েবসাইটটি প্রতিষ্ঠানের শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তন বয়ে আনবে। এই ওয়েবসাইট তৈরিতে সংশ্লিষ্ট সকলের জন্য শুভ কামনা রইল।